ঈদের দিন সকালে গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় আগুন লেগেছে। রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার পূর্ব চান্দরা এলাকার ময়েজ উদ্দিন টেক্সটাইল লিমিটেড কারখানায় এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন জামাত শেষে সকাল ১০ টার দিকে কারখানায় শুধু দুই-তিন জন নিরাপত্তাকর্মী ছাড়া কোন লোক ছিল না। এসময় কারখানার নিচের তলার একটি ইউনিটে হঠাৎ আগুনের সৃষ্টি হয়। আগুন দেখে নিরাপত্তাকর্মী ও আশপাশের লোকজন ছুটে এসে কারখানার ভেতরে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এক পর্যায়ে তারা ব্যর্থ হয়ে দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন