শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাগুরায় বিএনপির গণসংযোগ

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

মাগুরার শ্রীপুর নির্বাচনী এলাকার বিএনপির গত সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী তরুন নেতা মনোয়ার হোসেন খান মাগুরা সদর উপজেলার নাজিমপাড়া, মগিবাজার, সত্যপুর বাজারসহ পৌর এলাকার বিভিন্ন অঞ্চলে বিপুল নেতাকর্মী সাথে নিয়ে গণসংযোগ ও পথসভা করেন। এসময় তার সাথে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি গত দু’দিন ধরে মাগুরা সদর উপজেলা বগিয়া ইউনিয়নের বগিয়া, আলেকদিয়াসহ বিভিন্ন এলাকার মানুষের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাত করেন। ঈদের চতুর্থদিন গত বৃহস্পতিবার বিকেলে জগদল এলাকায় জুলুম নির্যাতনে অসহায় মানুষের মাঝে জনসংযোগ করেন। জগদল স্কুল মাঠে এক পথসভায় জুলুম নির্যাতনে অসহায় পরিবারের সহায়তায় পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তার সাথে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন। পৌর বিএনপির সভাপতি কুতুব উদ্দিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গতকাল শুক্রবার সকালেও তিনি গণসংযোগ করেন। পৌর এলাকার বিভিন্ন এলাকায় পায়ে হেটে বাড়ি বাড়ি যেয়ে কুশল বিনিময় করেন। ঈদের পর থেকে বিরতিহীনভাবে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে রাজনৈতিক কারণে নির্যাতিত ও কারাবরণকারী বিএনপির নেতাকর্মীদের পরিবারের খোঁজ খবর নেন এবং তাদের প্রতি সাহায্য সহযোগীতা ও তাদের বিপদে পাশে থাকার আশ্বাস দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন