রাঙামাটির কাপ্তাই উপজেলা বিএনপির আয়োজনে বন্যার্তদের জন্য সহায়তা তহবিল সংগ্রহ করছে। গতকাল শনিবার কাপ্তাই উপজেলা বিএনপির আয়োজনে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যার্তদের সহায়তার জন্য তহবিল সংগ্রহ করছে। কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন এ সহায়তা সংগ্রহ করছে। এসময় কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা মহিলা নেত্রী পারুল আক্তার, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব রফিকুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি সাজ্জাদুল ইসলাম, কৃষক দলেরর প্রস্তাবিত সেক্রেটারি ইকবাল হাসান মাসুদ ও উপজেলা তাঁতী দলের প্রস্তাবিত সাধারণ সম্পাদক তরিক উল্লাহ্। কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান, দলের কেন্দ্রিয় নির্দেশ মোতাবেক বন্যার্তদের জন্য এ তহাবিল সংগ্রহ করা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন