শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বল্লার আক্রমণে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে : | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ১২:০০ এএম

মাগুরায় বল্লার কামড়ে এক কৃষি শ্রমিকের মৃত্যু ও অপর একজন আহত হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে মাগুরা সদর উপজেলার আমুড়িয়া চরপাড়া ওয়াজেদ আলীর পুত্র ইবাদ আলী (৩২) মাঠে পাটকাটতে গিয়ে বল্লার কামড়ে তার মৃত্যু হয়। এ সময় রুবেল (৩০) নামে অপর একজন বল্লার কামড়ে আহত হয়। আহত রুবেল বলেন, সকাল ৭টার দিকে তারা ঐ জমিতে পাট কাটতে যায়। ৮টার দিকে পাট গাছে থাকা বল্লা তাদের উপর আক্রমণ করে। তাকে ৫/৭টি কামড় দেয়। ইবাদকে ১০০/১৫০টি কামড় দেয়। মাগুরা সদর হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ভূমিহীন এ কৃষি শ্রমিকের এক স্ত্রী, ৭ ও ৩ বছরের ২টি ছেলে রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন