পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এক আস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতাচ্যূত হবার পর প্রথম পরীক্ষায় খুব ভালোভাবে উতরে গেছেন। পাঞ্জাবের তার দলত্যাগী ২০ জন প্রাদেশিক পরিষদ সদস্যের আসনের উপনির্বাচনে ইমরান খানের পাকিস্তান তাহরিকে ইনসাফ পিটিআই ১৭টি আসনে জয়লাভ করেছে। মুসলিম লিগ-নাওয়াজ পেয়েছে ২টি আসন এবং অন্যরা পেয়েছে অপর আসনটি। মাত্র ১০টি আসন পেলেই যেখানে পিটিআই পাঞ্জাবে সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেত সেখানে ১৭টি আসন পাওয়ায় এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ছেলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজাহ শাহবাজের আর ক্ষমতায় থাকা হচ্ছে না।
নির্বাচনের ফলাফল পরিষ্কার হতেই পিটিআই তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে বলেছে, ‘শুকরিয়া পাকিস্তান, ফ্যাসিবাদী আমদানি করা সরকার পরাজিত হয়েছে’!
এ জয়ের ফলে আগাম নির্বাচন দেয়ার ইমরান খানের দাবি আরো জোরদার হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সাথে আগামী বছরের সাধারণ নির্বাচনে ইমরান খানের দল তথা পিটিআই আগের চেয়ে আরো বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে পারেন বলে তাদের মত। সূত্র : জিও টিভি, এক্সপ্রেস ট্রিবিউন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন