শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কৃষকলীগ নেতাকে বহিষ্কার

রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২২, ১২:০৫ এএম

বিদ্রোহীপ্রার্থী হওয়ায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআবদুল্যাহ ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক বেলাল হোসেনকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। চরআবদুল্যাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান কামাল হোসেন মঞ্জুর বিপরীতে দলীয় নির্দেশনা অমান্য করে প্রার্থী হওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়। পাশাপাশি তাকে দল থেকে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় কৃষকলীগ বরাবর সুপারিশ করা হয়েছে।

গত রোববার উপজেলা কৃষকলীগের সভাপতি আকবর হোসেন এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া স্বাক্ষরিত একপত্রে এ বহিষ্কার আদেশ দেয়া হয়। উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়া ও দলীয় শৃঙ্খলা ভঙের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন