সউদী আরবের প্রাক্তন গোয়েন্দা প্রধান এবং যুবরাজ তুর্কি আল-ফয়সাল শুক্রবার সউদী আরব সফরের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘নতজানু’ নেতা বলে অভিহিত করেছেন।
মধ্যপ্রাচ্যের বৃহত্তর সফরের অংশ হিসেবে গত শুক্রবার সউদী আরবে গিয়েছিলেন বাইডেন। তিনি তার নির্বাচনী প্রচারের সময় সউদী সরকারকে নিন্দা করেছিলেন। সেই তিনিই আবার সউদী সফরের সময় বিশ্বজুড়ে তেল উৎপাদনে সহায়তা করার জন্য সউদী সরকারকে আরও তেল সরবরাহ শুরু করতে বলেছিলেন।
সউদী আরবে বাইডেনের আগমনের আগে সিএনবিসি-র সাথে একটি সাক্ষাতকারে আল-ফয়সাল বলেছিলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন, আমার দৃষ্টিতে, তিনি প্রথম নির্বাচিত হওয়ার পর থেকে অনেক নতজানু প্রেসিডেন্ট হিসাবে আসছেন।’
‘উদাহরণস্বরূপ, শক্তির বিষয়ে, তিনি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানীর ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করার নীতি নিয়ে এসেছিলেন,’ আল-ফয়সাল বলেছিলেন, ‘এবং এখন তিনি জীবাশ্ম জ্বালানীর উপর নির্ভর করছেন শুধুমাত্র ইউক্রেন যুদ্ধের কারণেই নয়, বরং মার্কিন নীতির কারণেও যা তেলের পাইপলাইন বন্ধ করে দিয়েছে।’ সূত্র: আমেরিকান মিলিটারি নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন