শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাংলাদেশ অংশে অবৈধভাবে মাছ শিকার ভারতীয় জেলেদের গ্রেফতার ১৭

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) থেকে : | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২২, ১২:০২ এএম

বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকারের দায়ে ভারতীয় ১৬ জেলেসহ মাছধরা ট্রলার আটক করেছে নৌ-বাহিনীর সদস্যরা। গত মঙ্গলবার গভীর রাতে কলাপাড়ার পায়রা সমুদ্র বন্দরের ফেয়ারওয়ে বয়া হতে ৩৫ নটিক্যাল মাইল দক্ষিণ অংশের গভীর সমুদ্র থেকে তাদের আটক করা হয়। বুধবার রাতে তাদের ট্রলারসহ পায়রা বন্দর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে আটককৃত ভারতীয় জেলেদের কলাপাড়া আদালতে প্রেরণ করা হয়। এদের প্রত্যেকের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা প্রদেশে।

নৌ-বাহিনী জানায়, ঘটনার রাতে তাদের জাহাজ নিয়ে গভীর সমুদ্রে টহল দিচ্ছিলো। এ সময় বাংলাদেশের জলসীমানায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় ৫ থেকে ৬টি ট্রলার। পরে তাদের ধাওয়া দিয়ে এফ বি মা ত্রিপুরা নামের একটি ট্রলারসহ ১৬ জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হরলাল দাস, ব্রিটিশ দাস, পঙ্কোজ দাস, রাজা দাস, স্বপন দাস, জগবন্ধু দাস, আপন দাস, হৃদয় দাস, দীপক দাস, শুনিল দাস, জয় হরিদাস, সত্য লালদাস, রনজিত। আর নদিয়া জেলার গোপাল পাল, হরিদাস ও সমির।

মংলা জোনের বানৌজা গোমতী জাহাজের অধিনায়ক কমান্ডার আরিফ হোসেন জানান, গভীর সাগরে টহলকালে তাদের ধাওয়া দিয়ে ট্রলারসহ আটক করা হয়েছে। পরে গত বুধবার তাদের পায়রা বন্দর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পায়রা বন্দর নৌ-পুলিশের ওসি মোমেনুর রহমান জানান, নৌ-বাহিনীর সদস্যরা ভারতীয় একটি ট্রলারসহ ১৬ জেলেদের আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা কলাপাড়া থানা পুলিশের কাছে এসব জেলেদের সোপর্দ করি। কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, এ ঘটনায় নৌ-বাহিনী বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ভারতীয় জেলেদের আাদালতে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন