বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শিক্ষকরা এগিয়ে আসবেন

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি বলেছেন, বর্তমান বিশে^র সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে চলছে। আর এর মূলে রয়েছে আধুনিক শিক্ষা। বাংলাদেশে যত শিক্ষার হার বাড়ছে, ততই দেশ উন্নত হচ্ছে। শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য কর্মকৌশলীদের পাশাপাশি শিক্ষক সমাজই এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ পেশাদারিত্বে নিয়োজিত শিক্ষকরাই এগিয়ে আসতে হবে।

আলহাজ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি গত বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর পুরস্কার ও বঙ্গবন্ধুর ওপর লেখা বই শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।

বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম, উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের ও ভিপি জাকির হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কোহিনুর আক্তার। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন কুড়াখাল কুরুন্ডি দাখিল মাদরাসার সুপার মাওলানা আনম জসিম উদ্দিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন