মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ঈশ্বরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সংযোগ বিচ্ছিন্ন করল পিডিবি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঈশ্বরগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের ১৩ মাসের বকেয়া বিল আদায়ে ব্যর্থ হয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দিল পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি)। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় পিডিবির ঈশ্বরগঞ্জ আবাসিক প্রকৌশলী নিরঞ্জন কু-ু ওই লাইন বিচ্ছিন্ন করেন। পিডিবি অফিস সূত্রে জানা যায়, উপজেলার পৌর সদরের পাগলা বাজারে অবস্থিত ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ঈশ্বরগঞ্জ সাব-জোনাল  অফিস গত ১৩ মাসে ৫৬ হাজার ৬৭৪ টাকা বকেয়া আদায়ে বার বার নোটিশের পরও পিডিবির বিল পরিশোধ করেনি। বকেয়া আদায়ে পিডিবির ঈশ্বরগঞ্জ আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে চাপ বাড়তে থাকায় গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসের সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ওই সময় পল্লী বিদ্যুতের একাধিক গ্রাহক সমালোচনা করে বলেন, গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নের পূর্বে তারা যেন নিজেরা সংশোধন হয়। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ঈশ্বরগঞ্জ সাব-জোনাল অফিসের এজিএম গোলজার হোসেন বিষয়টি অস্বীকার করেই মোবাইলের সংযোগটি কেটে দেন। পিবিডির ঈশ্বরগঞ্জ আবাসিক প্রকৌশলী নিরঞ্জন কু-ু জানান, দীর্ঘ ১৩ মাস ধরে অফিসটির বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। বিল পরিশোধ হলে সংযোগটি দিয়ে দেয়া হবে। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ অফিস-৩ এর জেনারেল ম্যানেজার যুবরাজ সিং পাল জানান, বিষয়টি শুনে তিনি আশ্চর্য হয়েছেন। অফিসের বিল এভাবে বকেয়া থাকার কথা নয়। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন