শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

২২ বছর পর স্কুল এমপিও ভুক্ত

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

কুমিল্লার মুরাদনগর উপজেলার ডিডিএসওয়াই উচ্চ বিদ্যালয়টি দীর্ঘ ২২ বছর পর এমপিওভূক্ত হওয়ায় জাতীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন সংবর্ধণা দেয়া হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার ধনীরামপুর হাইস্কুল মাঠে ওই সংবধর্ণা অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম নয়নের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সহ-সভাপতি হানিফ সরকার, আইনবিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্ত, সদর ইউপি চেয়ারম্যান কাজী তুফরীজ এটন, বিদ্যালয়ের দাতা সদস্য বেলাল উদ্দিন আহাম্মদ, প্রধান শিক্ষক মো. সামিউন কবির, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জাহিদুল ইসলাম। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম বদির উদ্দিন আহাম্মদের মেয়ে স্কাউটের এএলটি সারমিন ফাতেমার উপস্থাপনায় উক্ত সংবর্ধণা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, ব্যবসায়ী তারেক আবদুল্লাহ, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের ও ভিপি জাকির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, মুরাদনগর ডিআর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও মুরাদনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম বদির উদ্দিন আহাম্মদ ২০০০ সালে এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ২২ বছর পর এমপিওভূক্ত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী ও অভিভাবকরা আনন্দ উল্লাসে মেতে ওঠেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন