চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ার মরহুম ডা. গোলাম মোহাম্মদ ও মরহুমা জামিলা খাতুনের ছেলে এবং জিটিভি ও দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা মাশুকুর রহমান রিফাতের মেজমামা অবসরপ্রাপ্ত উপসচিব মীর কাশেম (৭৬) গত শুক্রবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দু’ছেলেমেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। এদিন রাতেই রাজধানীর আজিমপুর গোরস্থানে মরহুমের লাশের দাফন কাজ শেষ করা হয়। অবসরপ্রাপ্ত উপসচিব মীর কাশেম তার চাকরি জীবনে কুষ্টিয়া মীরপুর ও যশোর মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, যশোর জেলা পরিষদ সচিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) তারপর তিনি স্বরাষ্ট্র, বেসামরিক বিমান ও পর্যটন এবং শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তিনি সাবেক শিক্ষা মন্ত্রী এ. এইচ. কে. সাদেকের পিএস হিসাবে কর্মরত ছিলেন। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনার জন্য দোয়া চাওয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন