মাদারীপুরের ডাসার উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমীন ইয়াছমীনের সাথে ডাসার প্রেসক্লাবের সাংবাদিকদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় গতকাল সোমবার সকালে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন বলেন, ডাসার উপজেলা নতুন, আমিও এখানে নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবে।
তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার তুহিন, যুগ্ম-সাধরণ সম্পাদক শরীফ শাওন, সহ-সভাপতি সৈয়দ মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ সরদার, প্রচার সম্পাদক সৈয়দ সোহেল, সহ-প্রচার সম্পাদক সাকিব হাওলাদার, কার্যকরী সদস্য রফিকুল সরদার, শরীফ আশিক উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন