নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলা বাতিলের রুল শুনানি ১১ আগস্ট।
গতকাল সোমবার বিচারপতি এস এম কুদ্দুস জামান এবং বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের ডিভিশন বেঞ্চ এ তারিখ ধার্য করেন। ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে দায়েরকৃত মামলার কার্যক্রম স্থগিত প্রশ্নে এ রুল দেয়া হয়। আপিল বিভাগের নির্দেশনা অনুসারে মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়। গত ২০ জুলাই ধার্যকৃত তারিখ অনুযায়ী গতকাল রুলের শুনানি হয়। শুনানিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের পক্ষে অংশ নেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। এর আগে গত ৭জুন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলার কার্যক্রম স্থগিত করে ২ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতর। ঢাকার তৃতীয় শ্রম আদালতে এ মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান। পরে মামলার বিবাদীদের হাজির হওয়ার জন্য সমন জারি করেন আদালত। মামলার অন্য আসামিরা হলেন, গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নূর জাহান বেগম ও শাহজাহান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন