গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি মামলা করেছে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর। গতকাল রোববার ঢাকার তৃতীয় শ্রম আদালতের পেশকার জামাল উদ্দিন গণমাধ্যমকে মামলার বিষয়টি জানিয়েছেন। জানা যায়, গত বৃহস্পতিবার ঢাকার শ্রম আদালতে কলকারখানা পরিদর্শন অধিদফতরের শ্রম পরিদর্শক এস এম আরিফুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অপর আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং বোর্ড ডিরেক্টর নুর জাহান বেগম ও মো. শাহজাহান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন