কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ড্রেজিং করে মাটি উত্তোলনের অপরাধে মো. কামরুজ্জামান (৩২) এক ব্যক্তিকে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। প্রশাসন সূত্রে জানা যায়, গত সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া এলাকায় অভিযান চালায়। এসময় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের অপরাধে মো. কামরুজ্জান (৩২) এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন। এ বিষয়ে ইউএনও সোহেল রানা বলেন, অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। যেখানেই ড্রেজার মেশিন সেখানেই অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন