শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে মারাত্মক জখম

স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে : | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২২, ১২:০২ এএম

মাদারীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন মোল্লাকে (৪৪) দুর্বৃত্তরা সদর উপজেলার কুলপদ্বী এলাকায় কুপিয়ে রক্তাক্ত জখম করার ঘটনায় গত সোমবার বিকেলে মাদারীপুর শিল্পকলা একাডেমির সামনে জেলা স্বেচ্ছাসেবক লীগ ঘটনার প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করেছে। পরে শহরে এক বিক্ষোভ মিছিল বের করে তারা। সংগঠনের দপ্তর সম্পাদক মো. জয়নাল আবেদীন এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানান। উল্লেখ্য, সদর উপজেলার কুলপদ্বী এলাকার আব্দুল লতিফ মোল্লার ছেলে আহত জাকির হোসেন মোল্লা রাতে ব্যক্তিগত কাজ শেষে রিক্সাযোগে শহর থেকে নিজ বাড়ি কুলপদ্বী যাচ্ছিল বাড়ির কাছাকাছি আসলে দুটি মোটরসাইকেলে করে ৩ থেকে ৫ জন দুর্বৃত্ত তার গতিরোধ করে। পরে রিকশা থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে মারাত্মক জখম করে রাস্তার পাশে ফেলে রেখে চলে দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই প্রথমে ফরিদপুর ও পরে জাকিরকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজ হোসেন খান বলেন, জাকিরের অবস্থা খারাপ হওয়ায় দ্রুত ঢাকা মেডিকেলে নেয়া হয়। মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, আহত জাকির হোসেনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে প্রেরণের পরামর্শ দেয়া হয়। মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলার ঘটনায় একজনকে চিহ্নিত করা হয়েছে। হামলার সময় প্রত্যেকে হেলমেট পরা ছিল। বাকি আসামিদের শনাক্ত করার কাজ চলামান রয়েছে। এই ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন