বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

রামগড় সীমান্তে ভারতীয় শাড়ি আটক করেছে ৪৩ বিজিবি (বর্ডার গার্ড) রামগড় ব্যাটালিয়নের জোয়ানরা। গত বৃহস্পতিবার দিনগত রাতে রামগড় ৪৩ বিজিবি’র অধীনস্থ কাশিবাড়ী বিওপি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমানের নির্দেশে হাবিলদার মো. লুৎফর রহমানের নেতৃত্বে সীমান্তবর্তী বড়খেদা নামক স্থানে অভিযান চালায় টহলরত একদল বিজিবি।

বিজিবি জানিয়েছেন, জব্দকৃত ভারতীয় শাড়ির আনুমানিক বাজার মূল্য ৩৯ লাখ ২০ হাজার টাকা। প্রয়োজনীয় কাজ শেষে ভারতীয় শাড়িগুলো সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেয়া হয়। জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন অধীনস্ত এলাকায় নানা ধরনের অপরাধ নির্মূলে বিজিবির এমন অভিযান অব্যাহত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন