রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

লক্ষ্মীপুরে মাঠ থেকে গৃহবধূর পোড়া লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর থেকে | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২২, ১২:০৮ এএম

লক্ষ্মীপুর সদর উপজেলার উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের একটি মাঠ থেকে গত শনিবার দুপুরে আমেনা বেগম নামে এক গৃহবধূর ঝলসে যাওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আমেনা চরভূতা গ্রামের হেজু মাস্টার বাড়ির কৃষক দিদার হেসেনের স্ত্রী। ২০১৪ সালে দিদার হোসেনের সাথে আমেনার বিয়ে হয়। তাদের ঘরে তিনটি মেয়ে আছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার রাত থেকে আমেনা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সকালে তোফায়েল আহম্মেদ নামে এক কৃষক মাঠে কাজ করতে যান। এ সময় তিনি এক নারীর আগুনে পুড়ে যাওয়া ঝলসানো অবস্থায় লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে দুপুরে লাশটি উদ্ধার করে। এসময় আমেনার পরিবার লাশটি শনাক্ত করেন।
সদর থানার ওসি মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। ময়না তদন্তের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন