শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

চাটখিলে নতুন কমিটির দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

চাটখিল (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ১২:১৮ এএম

চাটখিল উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটি মেয়াদ উত্তীর্ণ দাবি করে নতুন কমিটির দাবিতে গত রোববার বিকেলে ছাত্রলীগের একাংশের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চাটখিল পৌর শহরে অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা লায়ন স্বপন, সাইফুল গাজী, তরুন হোসেন তিন্নি মিজি, হাসান গাজী প্রমুখ। বক্তরা বলেন, ছাত্রলীগের চাটখিল উপজেলা কমিটি গত বছরের ২৯ জুলাই নোয়াখালী জেলা ছাত্রলীগ ১বছরের জন্য গঠন করে। পরবর্তী গঠিত কমিটি গত বছরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুারালে হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও সকল পুষ্পমাল্য ভাঙচুর করে। এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগ চাটখিল উপজেলা ছাত্রলীগের নবগঠিত ঐ কমিটির কার্যক্রম স্থগিত করে। স্থগিতাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ গত ২২ জুলাই প্রত্যাহার করে। ফলে নিয়ম অনুযায়ী ঐ কমিটির মেয়াদ গত ২৮ জুলাই শেষ হয়ে যায়। বর্তমানে মেয়াদ উত্তীর্ণ এই কমিটি উপজেলা বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করছে এবং কার্যক্রম পরিচালনা করেছে। যা সাংগঠনিক বিধি মোতাবেক অবৈধ। তাই মেয়াদ উত্তীর্ণ এই কমিটি কেন্দ্রীয় ছাত্রলীগ কর্তৃক বাতিল ঘোষণা করার দাবি জানানো হয়। এরই সাথে সম্মেলনের মাধ্যমে চাটখিল উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা দাবি করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন