শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বজ্রপাতে ২ জেলায় ৩ জনের মৃত্যু

অভ্যন্তরীণ ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ১২:১৮ এএম

পাবনার চাটমোহরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পাওয়া যায়। এ ছাড়া নাটোরের সিংড়ায় বজ্রপাতে শরীর পুড়ে ধান ক্ষেতেই মৃত্যু এক কৃষকের। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদনÑ
পাবনা জেলা সংবাদদাতা জানান, পাবনার চাটমোহর উপজেলায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়। গত রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ির ছাইকোলা বিলে পাট কাটার সময়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, একই ইউনিয়নের কচুগাড়ি পশ্চিমপাড়ার মৃত শওকত আলীর ছেলে সাইফুল ইসলাম (৪২) ও মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে রেজাউল ইসলাম (৩৮)। এ সময় আটলংকা নতুনপাড়া গ্রামের আফতাব হোসেনের প্রায় দুই লাখ টাকার একটি গরু বজ্রপাতে মারা যায়।
ফৈলজানা ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মিনহাজুল ইসলাম নান্নু এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার সময় দুই কৃষক কচুগাড়ির ছাইকোলা বিলের মধ্যে পাট কাটছিলেন। দুপুরে মুষলধারে বৃষ্টি শুরু হলে প্রচন্ডে শব্দে তাদের উপর বজ্রপাত হয়। এ সময় দুজন ঘটনাস্থালেই মারা যায়।
সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা জানান, নাটোরের সিংড়া উপজেলার কলম ইউপিতে ধান ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে আজিজ প্রামাণিকের ছেলে মিলন হোসেন (৩৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
গত রোববার উপজেলার কালীনগর বিলে এই ঘটনা ঘটে। কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু জানান, রোববার কৃষক মিলন হোসেন বাড়ির পাশে চলনবিলে ধান ক্ষেতে কাজে যায়। এসময় হঠাৎ বজ্রপাতে তার সমস্ত শরীর পুড়ে ধান ক্ষেতেই তার মৃত্যু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন