কর্পোরেট রিপোর্টার : ব্লক মার্কেটে সোমবার মোট ৫ কোম্পানি ও ৪ মিউচুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ৫৫ লাখ ৩৬ হাজার ৪৫৭টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১১ কোটি ৪০ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সোমবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন করেছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও সাউথইস্ট ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড। এই দুই ফান্ড ২০ লাখ করে ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য যথাক্রমে ১ কোটি ৪৪ লাখ টাকা ও ২ কোটি ৪০ লাখ টাকা। গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড ১০ লাখ ইউনিট লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৭৩ লাখ টাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন