শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

প্রিন্সিপালের ওপর হামলার প্রতিবাদ

চাটখিলে শিক্ষক সমাজের মানববন্ধন

চাটখিল (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২২, ১২:০৫ এএম

চাটখিল উপজেলার সোমপাড়া কলেজের অধ্যক্ষ মহিউদ্দিনের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক সমাজ ব্যানারে এক মানববন্ধন গত সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গনে সোমপাড়া কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন, জয়াগ কলেজের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদ, ভীমপুর কারিগরি কলেজের সহকারী অধ্যাপক আবু তৈয়ব, জমিয়াতুল মোদার্রেছীন চাটখিল শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মনিরুজ্জামান আনসারী প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, গত শনিবার রাতে চাটখিল বাজারে অধ্যক্ষ মহিউদ্দিন সোমপাড়া কলেজের জন্য ইলেকট্রিক মালামাল ক্রয়কালীন সময় চাটখিল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহিনের স্বামী মাইন উদ্দিন শাহীন অতর্কিত হামলা করে। এতে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। বক্তারা অধ্যক্ষ মহিউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, ঐ দিন রাতেই অধ্যক্ষ মহিউদ্দিনের অভিযোগের ভিত্তিতে চাটখিল থানা পুলিশ হামলাকারী মাইন উদ্দিন শাহীনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন