শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বাজারে ভেজাল গো-খাদ্য প্রতারিত হচ্ছেন ক্রেতারা

উত্তরাঞ্চলের ৫ জেলার চিত্র

মো. মনসুর আলী, আদমদীঘি (বগুড়া) থেকে | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২২, ১২:০৪ এএম

বাজারে গো-খাদ্য গমের ভুসির দাম বেশি হওযায় কতিপয় অসাধু ব্যবসায়ী ভেজাল মেশানো শুরু করেছে। ভেজাল মিশ্রিত গো-খাদ্য বাজারজাত করে একদিকে পকেট ভারি করছে। অন্যদিকে ভেজাল গো-খাদ্যে ক্ষতি হচ্ছে গবাদিপশুর।
জানা যায়, বগুড়ার আদমদীঘি, সান্তাহার, নওগাঁ, জয়পুরহাট, নাটোর ও সিরাজগঞ্জসহ গোটা উত্তরাঞ্চলের হাটে-বাজারে ফ্লাওয়ার মিলের উৎপাদিত গো-খাদ্য গমের ভুসি সরবরাহ করা হয়। বাজারে এর চাহিদা বৃদ্ধি পাওয়ায় কতিপয় অসাধু মিল মালিক হঠাৎ করে ভুসির দাম বাড়িয়ে দিয়েছে। বর্তমান হাটে-বাজারে প্রতিকেজি গম ৪০ থেকে ৪৪ টাকা এবং প্রতিকেজি আটা ৪৮ থেকে ৫২ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে গো-খাদ্য গমের ভুসি প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। গো-খাদ্যের চাহিদা বেড়ে যাওয়ায় ভেজাল মিশিয়ে ভুসি বাজারে বিক্রি করা হচ্ছে। জানা গেছে, ফ্লাওয়ার মিল মালিকদের মধ্যে চিহ্নিত কয়েকজন ভারত থেকে নিম্নমানের গম আমদানি করেন। এই গম থেকেই আটা-ময়দা করে বাজারে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি গো-খাদ্যের জন্য ভুসিতে পচা গম মিশিয়ে বাজারে ছাড়ছে ওইসব মিল মালিকরা। কয়েকজন কৃষক জানান, তারা বাজার থেকে গমের ভুসি কিনে গরু-ছাগলকে খাওয়ালেও তাতে কোনো লাভ হচ্ছে না। এতে করে ভেজাল ভুসির জন্য গবাদিপশুর লাভের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি। সেই সাথে মুনাফালোভীরা কৃষকদের পকেট কাটছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন