রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

ইউসিবি-সওজের ক্যাশ কালেকশন ও ডিপোজিট সার্ভিসেস বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ৬:২৬ পিএম | আপডেট : ৬:৩০ পিএম, ৪ আগস্ট, ২০২২

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) মধ্যে সম্প্রতি সড়ক ও জনপথ অধিদপ্তর এর ঢাকা জোন কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের (এন-৮ এক্সপ্রেসওয়ে) ক্যাশ কালেকশন ও ডিপোজিট সার্ভিসেস বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং সওজ এর ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সবুজ উদ্দিন খান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র পক্ষ থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক এ টি এম তাহমিদুজ্জামান এফসিএস; সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শফিকুর রহমান; এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ সেকান্দার-ই-আজম; সওজের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড মোহাম্মদ নাজমুল হক; নির্বাহী প্রকৌশলী ডি.এ.কে.এম. নাহিন রেজা সহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। এছাড়া এন-৮: এক্সপ্রেসওয়ের টোল কালেকশন কাজে নিয়োজিত সার্ভিস প্রোভাইডার কেইসি’র অথরাইজড রিপ্রেজেন্টটেটিভ মি. জিনো পার্ক উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন