চট্টগ্রামের আনোয়ারা উপজেলা রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝির ঘাট এলাকা থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে বঙ্গোসাগরের জোয়ারের পানিতে আনুমানিক ১৩ বছর বয়সের লাশটি ভেসে এলে স্থাানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, লাশের পরনে হাফ প্যান্ট ও হাতে একটি ঘড়ি রয়েছে তবে লাশের শরীরে কোন চিহ্ন দেখা যায়নি।
আনোয়ারা থানার ওসি মীর্জ মোহাম্মদ হাসান বলেন, দুপুরে সাগরের জোয়ারের পানিতে ভেসে আসা একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশ সনাক্তের চেষ্টা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন