শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

তিতাসে আলোচনা ও দোয়া মাহফিল

তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ১২:০৭ এএম

অর্থনৈতিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২২ প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিতাস ও হোমনা উপজেলার আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবারে সকালে তিতাস উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার সেলিমা আহমাদ মেরি›র রাজনৈতিক কার্যালয় ফুল চাঁন ভবনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি। উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. নাছির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, হোমনা পৌর মেয়র এডভোকেট নজরুল ইসলাম, হোমনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহাসিন মিয়া, হোমনা পৌর আ.লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন বাবুল, হোমনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মহিউদ্দিন, তিতাস উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল আলম মুরাদ প্রমুখ। এছাড়াও তিতাস উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও শত শত নারী উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন