শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পাবনায় ওয়ার্কশপে অস্ত্র তৈরি

১০ শ্যুটারগানসহ আটক ২

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ১২:০৪ এএম

পাবনায় ১০টি দেশিয় ওয়ান শ্যুটারগানসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, আটককৃত আসামিরা দীর্ঘদিন ধরে নিজেদের ওয়ার্কশপে দেশিয় প্রযুক্তির মাধ্যমে অবৈধ অস্ত্র তৈরি করে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল পাবনার আতাইকুলা থানার মাধপুর মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধ অস্ত্র ব্যবসায়ী হাটবাড়ীয়া গ্রামের রমজান মোল্লা ছেলে বিপ্লব মোল্লা (৩২) ও সাথিয়া উপজেলার বোয়ালমারী গ্রামের চান্দু ফকিরের ছেলে লিটনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ১০টি দেশিয় ওয়ান শ্যুটারগান, ২টি মোবাইল ও ২টি সিমকার্ড উদ্ধার করে র‌্যাব। এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে পাবনার আতাইকুলা থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন পাবনা ক্যম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন