সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আ.লীগ নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও আ.লীগ সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চুর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। এ নিয়ে দু’দফায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করাছে নিশানবাড়িয়া ইউনিয়ন আ.লীগের নেতাকর্মীরা। গতকাল বুধবার বেলা ১১টায় গুলিশাখালী বাজার এলাকায় মানববন্ধন ও মিছিল শেষে ইউনিয়ন পরিষদ মাঠে পথসভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম পলাশ, ইকবাল হোসেন বাদল, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, আলম মৃধা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন, গিয়াস উদ্দিন বাচ্চু, আনিসুর রহমান কাইউম, ছাত্রলীগ নেতা গাজী ফেরদাউস হোসেন পিয়াস, মেহেদী হাসান রুবেল প্রমুখ। বক্তারা বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি মহল আ.লীগ নেতা বাচ্চুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। তারা আ.লীগ ও মুক্তিযোদ্ধাদেরকে দ্বিধা বিভক্ত করার চেষ্টা চালাচ্ছে। বক্তারা এই সমস্যার আশু সমাধান দাবি করেন আ.লীগ নেতৃবৃন্দের কাছে। এর পূর্বে গত সোমবার বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে এই ইউনিয়নের আ.লীগ কর্মীরা। প্রসঙ্গত, গত ২১ নভেম্বর একটি শালীস বৈঠকে মুক্তিযোদ্ধা আশরাফ আলী হাওলাদার (৭০) কে মারপিট করার অভিযোগে ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভ করে মুক্তিযোদ্ধারা। পরদিন থানায় মামলা দায়ের হয়। মামলায় আ.লীগ নেতা আব্দুর রহিম বাচ্চু ও আফজাল হোসেন হাওলাদারকে এজাহার নামীয় আসামি করা হয়। পুলিশ আফজালকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। চেয়ারম্যান বাচ্চু পলাতক আছেন। চেয়ারম্যান না থাকায় ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম থেমে আছে। পরিষদের কয়েকজন সদস্য জানান, চেয়ারম্যান না থাকায় পরিষদ অচল অবস্থায় পড়ে আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন