কেশবপুরে প্রাইভেট ক্লিনিকে সিজার করে সন্তান ভুমিষ্ঠ হওয়ার পর প্রসুতির মৃত্যুর ঘটনায় আত্নীয়-স্বজনদের ক্লিনিকে হামলা, মালিক পলাতক, পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত। নবজাতক সুস্থ্য রয়েছে। কেশবপুর থানা পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় কেশবপুর, শহরের কেশবপুর সার্জিক্যাল ক্লিনিকে উপজেলার মঙ্গলকোট গ্রামের শহিদুল্লাহ এর স্ত্রী সিমা খাতুন (২৪) খুলনা মেডিকেলের ডাক্তার আবুল কালাম আজাদের মাধ্যমে সিজার করালে একটি কন্যা শিশু ভুমিষ্ট হয়। সিজারের কিছু সময় পর রোগীর প্রেসার হল্ড করে রাত্র ৭টার দিকে মৃত্যু হয়। এখবর এলাকায় পৌছে গেলে রোগীর আত্নীয়-স্বজন জড়ো হয়ে ক্লিনিকটিতে হামলা করে। অবস্তা বেগতিক দেখে ক্লিনিকের মালিক আজিজুর রহমান পালিয়ে যান। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়েন্ত্রনে নিয়ে আসে। এ রির্পোট লেখার সময় নবজাতক সুস্থ্য রয়েছে বলে স্বজনদের পক্ষ থেকে জানানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন