শেরপুর গারো পাহাড় ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলা সদর বাজারসহ বিভিন্ন হাটবাজারে কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন, এ বছর বর্ষা মৌসুমে কোনো বৃষ্টিপাত না হওয়ায় কাঁচা মরিচের ফলন কম। তাছাড়া রোদের তাপে অধিকাংশ মরিচ খেতের গাছ শুকিয়ে মরে গেছে। স্থানীয়ভাবে উৎপাদিত কাঁচা মরিচে চাহিদা পূরণ না হওয়ায় পাইকারিভাবে বাজারে মরিচ আমদানি করতে হয়। এ কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে। ঝিনাইগাতী উপজেলা শহরের খুচরা মরিচ বিক্রেতারা বলেন, আমরা ২৩০ টাকা দরে কাঁচা মরিচ কিনে ক্রেতাদের কাছে ২৪০ টাকা কেজি দরে বিক্রি করছি। উপজেলা শহরে কাঁচা মরিচ কিনতে আসা সরাফত জুয়েলারীর মালিক সরোয়ারর্দী দুদু মন্ডল জানান, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি অব্যাহত রয়েছে। ২/৪ দিন আগে কাঁচা মরিচের কেজি ছিল ২০০ টাকা। গতকাল কিনলাম ২৪০ টাকা কেজি দরে। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ বলেন, দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং কারা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন