শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে ফাতেমাতুজ্জহুরা নামে ১৬ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার জানকিখিলা এলাকায় এ ঘটনা ঘটে। ফাতেমাতুজ্জহুরা ওই এলাকার আ. কুদ্দুস এর মেয়ে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ৭টার দিকে বাড়ির উঠানে হাঁটাচলা ও খেলা করছিল শিশু ফাতেমাতুজ্জহুরা। এসময় সবার অজান্তে হাঁটতে হাঁটতে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পূর্ব পাশে জনৈক মো. হাছেন আলীর পুকুর থেকে সকাল ৮টার দিকে ফাতেমাতুজ্জহুরার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবারে নেমেছে শোকের ছায়া। শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় নিহতের বাবা থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।
মন্তব্য করুন