শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নাঈমের চিকিৎসায় সাহায্যের আবেদন

অভ্যন্তরীণ ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

এগারো বছরের শিশু নাঈম। ইতোমধ্যে সে পবিত্র কুরআন বক্ষে ধারণ করেছেন। যে বয়সে পড়াশুনা আর খেলাধুলায় ব্যস্ত থাকার কথা, সে বয়সে হাসপাতাল ও ডাক্তারের পেছনে সময় কাটছে। রাজধানীর শহীদ সরোওয়াদী মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. সাইফুল ইসলাম বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, নাঈমের দুটো কিডনিই প্রায় অকেজো, সুস্থ করতে কিডনি প্রতিস্থাপন জরুরি। এতে প্রায় ১০/১৫ লাখ টাকার প্রয়োজন।
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আড়ুয়া গ্রামের দরিদ্র মো. মজিবুর রহমানের ছেলে মো. রিয়াজুল ইসলাম নাঈম (১১)। দরিদ্র মজিবুর রহমানের পক্ষে ছেলের এই ব্যয়বহুর চিকিৎসা খরচ বহন করা সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন ছেলের চিকিৎসা চালিয়ে ধান-দেনা জড়িয়ে গেছেন। এখন চিকিৎসা খরচ বহন করাতো দূরের কথা পরিবারের তিন বেলা খাবার জোগার করাই দায়।
এমতাবস্থায় ছেলের চিকিৎসায় সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা
মো. মজিবুর রহমান
হিসাব নং ২০৫০৭৭৭০২০৫৪১৩১১৪
ইসলামী ব্যাংক বাংলদেশ লি.
মোবাইল ০১৪০৩১৬২০৯১ (বিকাশ)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন