শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

তিতাসে জাপার বিক্ষোভ ও সমাবেশ

তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

দেশে জ্বালানী তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় পার্টির কেন্দ্রীয় ঘোষণার কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার তিতাস উপজেলায় জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা সদর কড়িকান্দি বাজারস্থ জাতীয় পার্টির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে হোমনা-গৌরীপুর সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জাতীয় পার্টির কার্যালয়ে এসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব আলহাজ মো. আমির হোসেন ভূঁইয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন সরকার, সহ-সভাপতি হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজির মোল্লা, হোমনা উপজেলার জয়পুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আহমেদ শরীফ, তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন সভাপতি ইমাম হোসেন, বলরামপুর ইউনিয়নের সভাপতি শেখ ফরিদ পাঠান স্বাধীন, উপজেলা যুব সংহতীর যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মুন্সি, উপজোলা জাতীয় পার্টির নেতা মনির হোসেন, দোলন সরকার, উপজেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহবায়ক ফরহাদ কামাল বাবু, এইচ এম শরীরফুল ইসলাম সিকদার, রকিবুল হাসান (আবু সাঈদ)সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন