সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদন্ড

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও শাহেদ পারভেজ এর ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার ২ মাদকসেবীকে কারাদ- প্রদান করেছে। থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে থানা পুলিশ মাদক সেবনের অভিযোগে ২ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক উপজেলার পালপাড়া গ্রামের আনোয়ার হোসেন-এর পুত্র আইয়ুব আলী (৩০)-কে ৩ মাসের কারাদ- ও বাজারদীঘি সুখানগাড়ী গ্রামের মৃত মমতাজ উদ্দিনের পুত্র দুলাল হোসেন (২৫)-কে ২ মাসের কারাদ- প্রদান করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দ-প্রাপ্ত মাদকসেবীদ্বয়কে বৃহস্পতিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মাদক বিক্রেতা গ্রেফতার
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
মঠবাড়িয়া থানা পুলিশ ৮ পিচ ইয়াবাসহ ফয়সাল (২৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বড়মাছুয়া বাজারের ছত্তার হাওলাদারের বাড়া বাসা থেকে ৮পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা ফয়সালকে গ্রেফতার করে। ফয়সাল উপজেলার বড়মাছুয়া গ্রামের ফজলু মাষ্টারের ছেলে। পুলিশ জানায়, ইয়াবা বিক্রির সময় তাকে আটক করা হয়। ফয়সালের বিরুদ্ধে থানায় মাদক মামলার দু’টি ওয়ারেন্ট রয়েছে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় এসআই রমিজ জাহান জুম্মা বাদি হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। ফয়সালকে গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন