শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ধর্মঘটে অচল চা শিল্প

কাল থেকে পুরোদমে আন্দোলন শোকের প্রভাবে নমনীয়তা

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

মজুরি বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের অচল হয়ে পড়েছে চা বাগান। গত শনিবার সকাল থেকে শুরু হয় চা শ্রমিকদের ধর্মঘট। তবে ধর্মঘটে খানিকটা প্রভাব পড়েছে জাতীয় শোক দিবসের।

এদিকে,সিলেটের প্রগতিশীল শ্রমিক সংগঠনের নেতারা জানান, ২০২১-২২ সালের চুক্তি সম্পাদন করে চা শ্রমিকদের ন্যুনতম মজুরি ৩০০ টাকা করার দাবি অবিলম্বে মেনে নেওয়ার উচিত। শোক দিবস উপলক্ষে গতকাল ও আজকের আন্দোলন কিছুটা স্থিমিত থাকবে। কর্মবিরতি চলবে, তবে হবে না কোনো মিছিল বা সভা।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা ইনকিলাবকে জানান, জাতীয় শোক দিবসের কারণে এই দুইদিন আমাদের কোনো সভা-সমাবেশ হবে না। তবে শ্রমিকরা কাজে যোগ দেবেন না, কর্মবিরতি অব্যাহত থাকবে। কাল থেকে শুরু হবে পুরোদমে আন্দোলন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন