গত দুই বছরের তুলনায় চলতি বছরের আগস্টে সিলেট বিভাগে বৃষ্টিপাত হয়েছে সবচেয়ে বেশি। এতে ইতিবাচক প্রভাব পড়েছে দেশের চা শিল্পাঞ্চল এলাকা সিলেটে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, আগস্টে মোট বৃষ্টিপাতের পরিমাণ ১৩৪১ দশমিক ৮ মিলিমিটার। ২০১৯, ২০২০ এবং ২০২১ সালের আগস্ট মাসকে বিবেচনায় এনে পরিসংখ্যানের নানা তথ্যে মূল্যায়নের চেষ্টা করা হয়েছে। দেখা গেছে, চলতি বছরের আগস্ট মাসে গত তিন বছরের তুলনায় বৃষ্টিপাত হয়েছে সবচেয়ে বেশি। ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত মোট ৩১ দিনের মধ্যে ৩০ দিন সিলেট বিভাগে বৃষ্টিপাত হয়েছে ৯১৩ দশমিক ৮ মিলিমিটার।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী অমর চন্দ্র তালুকদার বলেন, চলতি বছর ২০২১ সালে আগস্টে মোট বৃষ্টিপাত হয়েছে ৯১৩ দশমিক ৮ মিলিমিটার। মোট ৩০ দিন বৃষ্টিপাতের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ১১ আগস্ট ৮৫ মিমি, ২৪ আগস্ট ৮৩ দশমিক ৬ মিমি, ১৫ আগস্ট ৬৩ দশমিক ৭ মিমি এবং ২৩ আগস্ট ৫০ দশমিক ৮ মিমি। তিনি আরও বলেন, ২০২০ সালের আগস্টে ৩১ দিনের মধ্যে মোট ২৬ দিন বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের পরিসংখ্যা ৪৩০ দশমিক ২ মিলিমিটার। ২০১৯ সালের আগস্টে ৩১ দিনের মধ্যে বৃষ্টি হয়েছে ২৪ দিন। এ দিনগুলোতে রেকর্ডকৃত বৃষ্টিপাতের সংখ্যা ৪০৫ দশমিক ১ মিলিমিটার।
শ্রীমঙ্গল অফিসের আবহাওয়া সহকারী মুজিবুর রহমান জানান, চলতি বছর আগস্টে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৪২৮ মিলিমিটার। ২৯ আগস্ট ৬৩ মিলিমিটার, ২৬ আগস্ট ৬২ মিলিমিটার, ৩ আগস্ট ৪৪ মিলিমিটার এবং ৬ আগস্ট ৩৯ মিলিমিটার রেকর্ড করা হয়েছে বৃষ্টিপাত। গত বছর ২০২০ সালে শ্রীমঙ্গলে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ২১৯ মিলিমিটার। দেশের চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশীয় চা সংসদ (বিসিএস), সিলেটের ব্রাঞ্চ চেয়ারম্যান ও সিনিয়র টি-প্লান্টার গোলাম মোহাম্মদ শিবলি জানান, গত বছরের চেয়ে বৃষ্টিপাত বেশি হওয়ায় চায়ের জন্য এটি খুবই ইতিবাচক সুফল বয়ে আনবে সিলেট বিভাগে। বছরের শুরু থেকে এবারের টানা খরায় বাগানগুলো এপ্রিল পর্যন্ত প্রায় পচাত্তর শতাংশ চা উৎপাদনে পিছিয়ে ছিল। জুন থেকে সেপ্টেম্বর মাস হলো চা উৎপাদনের প্রধান সময়। এই কয়েকমাস আবহাওয়া অনুকূলে থাকলে অসম্ভব হবে না লক্ষ্যমাত্রা পূরণ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন