শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ঢামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় ঢামেক হাসপাতালের কনফারেন্স রুমে এক জরুরি বৈঠকে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি ডা. মহিউদ্দিন জিলানী। ইন্টার্ন চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেনের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর হামলার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিলে ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ) এ ঘোষণা দেয়।
গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হকের সঞ্চালনায় কলেজের অধ্যক্ষ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক, গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঢাবি প্রশাসন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ইন্টার্ন চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এ সময় দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি এবং ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে উভয়পক্ষের আলোচনার মাধ্যমে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
###

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন