বৃহস্পতিবার ১০ অক্টােবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ০৬ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বান্দরবানে সড়ক দূর্ঘটনায় ১ সেনা সদস্য নিহত, আহত ৩

বান্দরবান থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২২, ৮:১৯ পিএম | আপডেট : ৮:৪৫ পিএম, ১৬ আগস্ট, ২০২২

বান্দরবানের থানচি আলীকদম সড়কের ডিমপাহাড় এলাকায় সেনাবাহিনীর ১৬ ইসিবির একটি জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিমুল উদ্দিন (২৮) নামে এক সৈনিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন।

মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আলীকদম থানচি সড়কের ডিম পাহাড় এলাকার ২৮ কিলো নামক স্থানে এ ঘটনা ঘটে।

থানচি পুলিশ জানায়, সেনাবাহিনীর সদস্যদের নিয়ে জীপটি আলীকদম থেকে থানচি আসছিল। ২৮ কিলো নামক স্থানে জীপটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায়। সৈনিক শিমুল ঘটনাস্থলে মারা যান। আহতরা হলেন জীপের চালক কর্পোরাল প্রবীর (২৬), সৈনিক ফরহাদ ও সৈনিক ইব্রাহীম। আহতদের উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়েছে।

থানচি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন সেনাবাহিনী, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আলীকদম সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল মোঃ শাব্বির হাসান জানান, থানচি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য আহতদের হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন