শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বেলকুচিতে ২ ঝুলন্ত লাশ উদ্ধার

বেলকুচি (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২২, ১২:০১ এএম

সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুরে থেকে ২ ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি নতুনপাড়া গ্রাম থেকে এসএসসি পরীক্ষার্থী মাহফুজুর রহমানের (১৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মাহফুজুর রহমান ভাঙাবাড়ি নতুনপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে। বেলকুচি থানার এসআই সাইমন বলেন, কিছুদিন পূর্বে মাহফুজকে তার বাবা একটি মোটরসাইকেল কিনে দেয়। কয়েক দিন হলো সে নতুন মোবাইল কিনে দেয়ার জন্য তার বাবাকে চাপসৃষ্টি করে আসছিলো। মোবাইল কিনে দিতে দেরি হওয়ায় গত বুধবার দিনগত রাতে বাড়ির পাশে আম গাছের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। বৃহস্পতিবার সকালে তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করা হয়। এঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়। এদিকে এনায়েতপুর থানাধীন ভাঙ্গাবাড়ি গ্রামের ফুটানি মার্কেট এলাকা থেকে মালায়েশিয়া প্রবাসি সাইদুল ইসলামের (৩২) লাশ উদ্ধার করা হয়। সাইদুল এনায়েতপুর থানার বারুপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। এ বিষয়ে এনায়েতপুর থানার এসআই আব্দুল লতিফ বলেন, কুরবানি ঈদের আগে দেশে ফেরেন সাইদুল ইসলাম। দেশে ফিরে তিনি এনায়েতপুরের ফুটানি মার্কেট এলাকায় শশুর বাড়িতে বসবাস শুরু করেন। শশুর বাড়ির পাশে একটি গাছের সাথে সাইদুলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে গত বৃহস্পতিবার সকালে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকে এই ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লাশের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন