চট্টগ্রাম আদালত এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের চট্টগ্রাম সেন্টারের নিজস্ব প্রতিবেদক আল আমিন সিকদার ও চিত্র সাংবাদিক সৈয়দ আসাদুজ্জামান লিমনের ওপর আইনজীবীদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেছে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম দক্ষিণ জেলা। গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে কাঁধে কাঁধ মিলিয়ে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রথম আলোর প্রতিনিধি মামুন মুহাম্মদ, কালের কন্ঠের প্রতিনিধি জাহাঙ্গীর আলম, ইত্তেফাকের প্রতিনিধি দিদারুল আলম, পূর্বদেশ সাতকানিয়া প্রতিনিধি শহিদুল ইসলাম বাবর, চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, যুগ্ম সম্পাদক এম এহতেশামুল হক রাব্বী, সাংগঠনিক সম্পাদক তাপস দে আকাশ, দপ্তর সম্পাদক আবদুল ওয়াহাব, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি এসএম রাশেদসহ দক্ষিণ চট্টগ্রামে কর্মরত টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের ওপর আইনজীবীদের হামলা সত্যিই দুঃখজনক। এ ঘটনায় হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত আইনজীবীদের নিবন্ধন বাতিল করারও জোর দাবি জানান বক্তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন