মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

চাঁদা না পেয়ে পিটিয়ে ভেঙে দিল কৃষকের হাত

প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাঁদা না পেয়ে বাবু (৩৬) নামে এক কৃষককে রাতভর নির্যাতন করেছে সন্ত্রাসীরা। হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দিয়েছে দু’হাত। আহত বাবু একই ইউনিয়নের চকশ্রীরামপুর গ্রামের শফিকুল ইসলাম বুদ্ধুর ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের দিঘিরপাড়া এলাকায়। আহত বাবু ও তার চাচাতো ভাই হুমায়ন কবির সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ওই এলাকাতে জমশেদ ও জেন্টু গ্রুপের মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। তাদের মধ্যে একাধিক হামলা মামলার ঘটনাও ঘটেছে। এ নিয়ে জমশেদ গ্রুপের লোকজন বাবু ও হুমায়নদের কাছে মাঝে মধ্যে চাঁদা দাবি করে আসছিল। বাবু চাঁদার টাকা না দেয়ায় গত সোমবার রাতে দিঘিরপাড় নামক একটি আম বাগানে জমশেদ, খালেক, সামু ও হাবিবুরসহ তার লোকজন বাবুকে বেঁধে রেখে রাতভর নির্যাতন করে দু’হাত ভেঙে দেয়। পরে সোমাবার দিবাগত রাত ৩টার দিকে বাবুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে বাবুর পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে। তবে থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন