মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

দুই শিক্ষার্থী অপহরণের পর উদ্ধার আটক ৬

প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরে একটি ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় সোমবার রাতে ৬ জনকে আটক করেছে গাজীপুর গোয়েন্দা পুলিশ। উদ্ধারকৃতরা হলো- ময়মনসিংহের গফরগাঁও থানার পুরাদিয়াটেক এলাকার ইসমাইল খানের ছেলে রিশাত খান (২২) এবং একই এলাকার সেলিম খানের ছেলে পারভেজ খান (২১)। তারা গাজীপুর মহানগরীর মডেল ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (মিস্ট) টেলিকমিউনিকেশনের ছাত্র। আটককৃতরা হলো- একই ইনস্টিটিউটের ছাত্র ও সহপাটি শফিকুল ইসলাম মুন্না, মেহেদী হাসান রাজিব, আনম ফয়সাল হোসেন, শাহাদাৎ হোসেন সৈকত, কাউসার হোসেন ও আসাদ। জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন জানান, মুন্না, রাজিব ও নাইমের সঙ্গে গত সোমবার দুপুর ২টার দিকে রিশিত ও পারভেজ গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে খেলা দেখতে যায়। এক পর্যায়ে কথা আছে বলে রিশিত ও পারভেজকে ওই তিনজন পার্শ্ববর্তী গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ডেকে নিয়ে যায়। সেখানে গেলে অপর অপহরণকারীরা তাদের মারধোর করে এবং ভয়ভীতি দেখিয়ে গাজীপুর সিটি করপোরেশনের বাঙ্গালগাছ এলাকায় নিয়ে যায়। সেখানে গিয়ে আবারো মারধোর করে রিশিত ও পারভেজের পরিবারের কাছে মোাবইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় তাদের স্বজনরা বিষয়টি গাজীপুর ডিবি পুলিশকে জানায়। পরে ডিবি পুলিশকে সঙ্গে নিয়ে পরিবারের স্বজনরা ২ লাখ টাকা নিয়ে বাঙ্গালগাছ এলাকায় যায়। টাকা লেনদেনের সময় রাত সাড়ে ১০টার দিকে ডিবি পুলিশ অপরহণকারীদের হাতেনাতে আটক এবং অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার করে। তিনি আরো জানান, অপহরণকারী দলের অন্য সদস্যদের আটকের অভিযান এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন