শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নরসিংদীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

নরসিংদী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

অপরাধ দমনের অংশ হিসেবে ধারাবাহিক অভিযানের গতকাল ভোর ৫.১৫ মিনিটে র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদী এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার সদর থানাধীন চিনিশপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঘোরাদিয়া (গাবতলী গ্রিন রোড) এলাকা হতে ১জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি নরসিংদী জেলার রায়পুরা থানাধীন বালুয়াকান্দি (বাঁশগাড়ী) গ্রামের মৃত সংশর ওরফে শমসের আলীর ছেলে মো. হাবিবুর রহমান হবি (৪০)। এসময় তার কাছ থেকে ১টি কার্তুজ পাইপগান (এলজি), ৪ রাউন্ড শটগানের কার্তুজ, ১টি মোবাইল, ২টি সীমকার্ড উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামির বিরুদ্ধে রায়পুরা থানায় ৩টি হত্যা, ৪টি বিস্ফোরক ও টেঁটা যুদ্ধেসহ মোট ৭টি মামলা রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, আসামি হবি একজন কুখ্যাত টেঁটা যোদ্ধা। সে নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি চরাঞ্চলে টেঁটা যুদ্ধে নেতৃত্ব দিয়ে থাকে। সে সন্ত্রাসীদের কাছে টেঁটা, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করে থাকে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন, তাকে এলাকার সবাই বোমারু হবি বলে চিনেন। তার ভয়ে আমরা আতঙ্কের থাকি, তাকে আইনের মাধ্যমে কঠিন শাস্তি আওতায় আনা হোক। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নরসিংদী সদর থানায় মামলা দায়ের করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন