রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কম মজুরি দিয়ে কাজ করিয়ে নেয়ার অভিযোগ

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নজরুল ইসলাম, গোয়ালন্দ (রাজবাড়ী) থেকে : অগ্রহায়ণের শুরুতে শীতের আগমনে সারাদেশে দিনে দিনে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। শীতের কবল থেকে রক্ষা পেতে শীতের উষ্ণতা ছড়াতে লেপ ও তোষকের জুরি নেই। তাই এ সময়ে ব্যস্ত সময় কাটাচ্ছে রাজবাড়ীর লেপ তোষকের কারিগররা। তাদের অভিযোগ মালিকরা তাদের অনেক কম মজুরি দিয়ে কাজ করিয়ে নেন। আর মালিকরা জানান সরকারিভাবে যদি কম শর্তে লোন প্রদান করেন তবে তারা আরো লাভবান হতে পারতো। সারাদেশের মতো রাজবাড়ীর প্রতিটি উপজেলা লেপ তোষকের কারখানা ও দোকানে শীতের শুরুতে শীত বরণের প্রস্তুতি চলছে। সময়ের পরিবর্তনে সাথে সাথে নিত্যনতুন অনেক ধরনের শীতবস্ত্র বাজারে থাকলেও লেপ ব্যবহারে বাড়তি আগ্রহ রয়েছে সবার মধ্যে। লেপের পাশাপাশি শীতের উষ্ণতা আনতে বিছানায় তোষকের প্রয়োজনীয়তা অনেকে মনে করছে। সে কারণে তোষকও বেশ তৈরি করা হচ্ছে দেখা যায় প্রতিটি দোকান ও কারখানায়। রাজবাড়ী শহরের লেপ তোষক বাজার এলাকার প্রায় ২০টির অধিক কারখানা ও দোকান রয়েছে। যাতে পুরাতন লেপ তোষকের তুলা পুনরায় মেশিনের সাহায্যে প্রস্তুত করে। নতুন তুলা মিশিয়ে বা সম্পূর্ণ নতুন করে এগুলো তৈরি করা হচ্ছে। প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত কাজ চলছে প্রতিটি কারখানা ও দোকানে। এছাড়া শীত মৌসুমে প্রতিদিন একটি কারখানায় ১৫ থেকে ২০টি করে লেপ তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। লেপ তোষকের প্রায় ২০ ধরনের তুলা ব্যবহার করা হয়। যার প্রতি কেজির বাজার মূল্য ৩৫ টাকা থেকে শুরু করে ২শ টাকা পর্যন্ত। রাজবাড়ীর লেপ তোষক কারিগররা জানান, সারাদিন কাজ করে তারা দেড় থেকে ২শ’ টাকা মজুরি পান এতে তাদের সংসার চালাতে অনেক কষ্ট হয়। মালিকরা তাদের সঠিক মূল্য দেন না বলেও তারা অভিযোগ করেন। রাজবাড়ীর লেপ তোষক ব্যবসায়ীরা জানান, শীতের শুরুতেই একটু কাজের পরিমাণ বেশি থাকে। তাছাড়া শীতজুড়েই কাজ থাকে। তবে শীত বাড়তে থাকলে কাজ আরো বাড়বে বলে আশা করছেন তারা। প্রতিটি লেপ তৈরি করতে প্রায় ১ হাজার থেকে ১২শ’ টাকা লাগে। তবে বর্তমানে তুলা ও লেপের কাপরের দাম বেশি হওয়াতে একটু বেশি খরচ পড়ছে। তাছাড়া সরকারি কোন সুযোগ-সুবিধা না পাওয়ার অভিযোগ করেন তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন