শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মুক্তিযোদ্ধা পরিবারের ওপর সন্ত্রাসী হামলা আহত ৮

প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : পৈতৃক বসত ভিটার সীমানা প্রাচীর নির্মাণের ইস্যুকে কেন্দ্র করে গত সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একটি মুক্তিযোদ্ধা পরিবারের উপর দফায় দফায় হামলা হয়েছে। ঘর-বাড়ির প্রাচীরসহ অনান্য নির্মাণ গুড়িয়ে দেওয়া হয়েছে। যাবতীয় আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করা হয়েছে। গুরুতর আহত হয়েছে মুক্তিযোদ্ধা শহিদুল হক, তার স্ত্রী বুলবুলি বেগম, জামাতা আফজাল, কন্যা পিয়ারী, দু’পুত্র সাগর, সুজনসহ পরিবারের ৮ সদস্য। ঘটনাটি ঘটেছে পার্বতীপুর শহর থেকে ৩ কিলোমিটার দূরে উপজেলার রামপুর ইউনিয়নের দরিখামার গ্রামে। গ্রামবাসী ও পুলিশের বর্ণনা অনুযায়ী এই সীমানা প্রাচীরের সমস্যা ইতোপূর্বে উপজেলা পরিষদ ও থনায় শালিশ বৈঠকের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। তা সত্ত্বেও শহিদুলের প্রতিবেশী মো. হোসেন সম্ভু একদল ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে এসে তার বাড়িতে এ ঘটনা ঘটায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় পার্বতীপুর মড়েল থানার ওসি মাহমুদুল আলমের সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন