গাইবান্ধা জেলা ও সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা-ব্রক্ষপুত্র বেষ্টিত দুর্গম চরকাপাশিয়া ইউয়িনে বেসরকারি প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুল ইসলামের তত্বাবধানে এবং কানাডা প্রবাসীদের সহযোগীতায় বন্যা পরবর্তী ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। গত রোববার কাপাশিয়ার পোড়ারচর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন গাইবান্ধা আঞ্জুমান মফিদুল ইসলামের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সহ-সভাপতি মো. সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. এএসএম হুমায়ুন ইকবাল, যুগ্ম সম্পাদক শহিদুজ্জামান শহিদ, কোষাধ্যক্ষ খন্দকার ওমর জাহিদ খোকন, নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাবু, আজাদ আবু রায়হান, শাহজাহান খন্দকার, সোলেয়মান ইসলাম, ফরহাদ খলিল, আতিক হাসান, রেজাউল করিম জোদ্দারসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিটি পরিবারকে ত্রাণ সামগ্রী হিসাবে চাল, ডাল, তেল, আলু, লবন, পেয়াজ, মরিচ, হলুদ, সাবানসহ ১২টি আইটেয়ামের ত্রাণ প্যাকেজ। ত্রাণ পেয়ে রেজাউল হক জানান, এই দু:সময়ে ত্রাণ আমাদের পরিবারের জীবন বাঁচাবে। একদিকে নদী ভাঙন অন্যদিকে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ায় জীবন কঠিন হয়ে পড়েছে। আঞ্জুমানের এই ত্রাণ আমাদের খুবিই উপকারে আসছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন