সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভারতের কারাগারে বন্দি জেলেদের মুক্তির দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

পাথরঘাটা (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

গত ১৬ আগস্ট পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ভেসে যাওয়া ভারতে থাকা ৪৪ জেলেসহ ওই দেশের কারাগারে বছরের পর বছর ধরে বন্দি থাকা জেলেদের মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
গতকাল সোমবার দেশের দ্বিতীয় বৃহত্তম পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে এ মানববন্ধন করেন কয়েক হাজার জেলে, মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি, ঘাটশ্রমিক ইউনিয়ন, বিএফডিসি মৎস্য আড়তদার মালিক সমিতি, বিএফডিসি মৎস্য পাইকার সমিতি।
পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুফল চন্দ্র গোলদারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়া বিএফডিসি মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন জোমাদ্দার, সাধারণ সম্পাদক এনামুল হোসাইন, বিএফডিসি ঘাট শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. ফারুক আকন, জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মন্নান আকন, সাধারণ সম্পাদক দুলাল হোসেন।
বক্তারা বলেন, প্রতি বছর ঘূর্ণিঝড়ের কবলে পড়ে প্রচুর ট্রলার ডুবে যায় এবং জেলেদের প্রাণহানি ঘটে।
জীবনের ঝুঁকি নিয়ে গভীর সাগরে মাছ শিকার করতে যায় উপকূলের জেলেরা। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কখনো মৃত্যুর কোলে ঢলে পড়েন আবার কখনো ঢেউয়ের তোরে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করে। যদিও প্রাকৃতিক দূর্যোগের কারণে বাংলাদেশী জেলেরা ভারতে প্রবেশ করে অথচ আমাদের জেলেদের প্রতি অমানসিক নির্যাতন করে, মামলা দিয়ে জেল হাজতে রাখে। বছরের পর বছর ধরে বাংলাদেশি জেলেরা ভারতের কারাগারে কারা বরণ করছেন।
তারা বলেন, কখনো কখনো ভারতের জেলেরা প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও নিজেরা ইচ্ছে করেও বাংলাদেশী জলসীমায় অনুপ্রবেশ করে কিন্তু তাহাদের সসম্মানে তাদের দেশে পাঠিয়ে দেয়া হয়। বক্তারা দ্রুত ভারত থেকে জেলেদের ফিরে পেতে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য, ভারতে থাকা জেলেদের ফিরিয়ে আনতে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বর্তমানে ভারতে অবস্থান করলেও সেখানে তিনি জেলেদের সাথে দেখা করতে চাইলেও দেখা করতে পরেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন