শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রাজশাহী অঞ্চলে যোগ হয়েছে ভিন্নমাত্রা : অনেক নতুন মুখও ভিড় করছেন দলীয় মনোনয়ন লাভের আশায়

প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রেজাউল করিম রাজু : ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী হাওয়া জোরেশোরে বইতে শুরু করেছে রাজশাহীর ইউনিয়নগুলোয়। যদিও এখন পর্যন্ত ঘোষণা হয়নি এখানকার দিনক্ষণ। তারপরও নির্বাচন শুরু হতে যাচ্ছে এমন খবরে নির্বাচনী ময়দান সরগরম। পৌর নির্বাচনের রেশ শেষ হতে না হতে ইউপি নির্বাচন ভিন্নমাত্রা যোগ করেছে গ্রামীণ জনপদে। রাজশাহীর বাঘা-চারঘাটের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চারদিকে নির্বাচনী আলাপ-আলোচনা। দলভিত্তিক নির্বাচন হওয়ায় সম্ভাব্য প্রার্থীরা ছুটছেন দলীয় নেতাদের কাছে। তাদের আশীর্বাদ আগে প্রয়োজন। পুরনোদের পাশাপাশি অনেক নতুন মুখও ভিড় করছেন দলীয় মনোনয়ন লাভের জন্য। দলভিত্তিক নির্বাচন হওয়ায় প্রার্থীরা নিজেদের অনেকটা গুরুত্বপূর্ণ ভাবছেন। কেননা এবার এমপিদের মতো কেন্দ্র হতে চূড়ান্ত প্রার্থী মনোনয়ন আসবে। ব্যাপারটা বেশ মর্যাদার বলে মনে করছেন সম্ভাব্য প্রার্থীরা। তাদের কজনের সঙ্গে আলাপ করে এমন মনোভাব দেখা যায়। পাড়া-মহল্লা এখন সরগরম। রাজনৈতিক বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ আর বড় দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপকালে চারঘাটের ছয় ইউনিয়নে দলের একাধিক প্রার্থীর নাম শোনা যায়। এ হার ক্ষমতাসীন আওয়ামী লীগের বেশি। চারঘাটের ছয় ইউনিয়ন হলোÑ শলুয়া, ইউসুফপুর, সরদহ, নিমপাড়া, ভায়ালক্ষীপুর ও চারঘাট। শলুয়া ইউপি চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান ফজলুল হক ফজু, আওয়ামী লীগের মখলেছুর রহমান বাচ্চু, মোয়াজ্জেম হোসেন, অধ্যক্ষ শাহাবুদ্দিন সরকার, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, আবুল কালাম সরকার। জাপা নেতা ইমরান আলী। বিএনপির একমাত্র প্রার্থী শলুয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক জিয়াউল হক মাসুম। নিমপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপি সমর্থিত প্রার্থী আবদুল কুদ্দুস পলাশ, জাহাঙ্গীর হোসেন বিপ্লব (বিএনপি) আবদুল খালেক (বিএনপি), আওয়ামী লীগের সমর্থিত ফিরোজ আহমেদ, নিমপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিনুর আলী, আওয়ামী লীগের বর্তমান ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ, সাবেক চেয়ারম্যান শওকত আলী বুলবুল (আ’লীগ), বিএনপি সমর্থিত মাসুদ রানা, চারঘাট সদর বর্তমান ইউপি বিএনপি সমর্থিত নুরুল ইসলাম সরকার, মোজাম্মেল হক, গোলাম পাঞ্জাতন, আ’লীগ চারঘাট ইউনিয়ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাবেক চেয়ারম্যান ফজলুল হক (আ’লীগ), মিনহাজুল ইসলাম (আ’লীগ), সরদহ ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বর্তমান ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, জোবায়দুল হক বদি, ওয়ার্কার্স পাটি সমর্থিত ও সাবেক চেয়ারম্যান মতিউর রহমান তপন, বিএনপির উপজেলা সহ-সভাপতি আকবর আরী সরকার, বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউসাভোলা ও সাখাওয়াত হোসেন সোহেল (বিএনপি)। ইউসুফপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন, জিল্লুর রহমান বিপ্লব (বিএনপি), মাহাবুবুর রহমান (বিএনপি), আ’লীগ ইউনিয়ন সভাপতি শফিউল ইসলাম রতন, মোস্তাক আহম্মেদ মিঠুন (আ’লীগ), আরিফুল ইসলাম মাখন (আ’লীগ)। বাঘা উপজেলা : বাঘা উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে আদালতে সীমানা নিয়ে মামলার কারণে চারটিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বাঘার ছয়টি ইউনিয়ন হলোÑ আড়ানী, বাউসা, বাজুবাঘা, গড়গড়ি, পাকুরিয়া ও মনিগ্রাম। ২০১১ সালের ২ জুলাই উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু বাজুবাঘা, গড়গড়ি, পাকুড়িয়া ও মনিগ্রাম ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তবে ওই সময় আড়ানী ও বাউসা ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে মামলায় নেই আড়ানী ও বাউসা ইউনিয়ন। ফলে এ দুই ইউনিয়নের নির্বাচন নিয়ে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন দৌড়ঝাঁপ শুরু করেছেন। এবার দলীয় ভিত্তিতে নির্বাচন হওয়ায় বড় দুই দল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকরা নিজ নিজ দলের নেতাদের কাছে ধরনা দিচ্ছেন। বিশেষ করে চেয়ারম্যান প্রার্থীরা। বাঘা ঘুরে রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন পেশার মানুষের সঙ্গে আলাপ করে জানা যায়, আড়ানী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম নান্টু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা যুবলীগের সদস্য ও অধ্যক্ষ সামরুল হোসেন, বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক নাসির উদ্দিন, সহ-সভাপতি মাহাতাব উদ্দিন, সাবেক সভাপতি মশিউর রহমান রাঙ্গা। বাউসা ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা হলেনÑ বাউসা ইউনিয়ন আ’লীগের সভাপতি সাইফুল ইসলাম টগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, আইনবিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান, দফতর সম্পাদক শফিকুর রহমান শফি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম বাবু, বাউসা ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইদুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য আশরাফ আলী মলিন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন পলাশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন