রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : ‘জনসেবায় নিবেদিত কুড়িগ্রাম জেলা প্রশাসন’ শ্লোগানকে সামনে রেখে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এক শত ‘অদম্য মেধাবী’ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। জেলা প্রশাসন শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিচালনা বোর্ড শনিবার সকালে কুড়িগ্রাম যুব উন্নয়ন ভবনের হলরুমে শিক্ষার্থীদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। পরে আনুষ্ঠানিক ভাবে হতদরিদ্র অদম্য মেধাবীদের হাতে নগদ অর্থ, সনদ, বঙ্গবন্ধুর স্বপ্ন সংগ্রাম এবং বঙ্গবন্ধুর অসাপ্ত আত্মজীবনী বই দেয়া হয়। রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন-পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, বিজিবি’র পরিচালক লে.কর্নেল জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম সেলিম, সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, পৌর মেয়র আব্দুল জলিল,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হামিদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরন্নবী চৌধুরী খোকন, জেলা দু’প্রকের সভাপতি এ কে এম সামিউল হক নান্টু, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন, অধ্যক্ষ হারুন অর রশিদ মিলন, প্রধান শিক্ষক মহির উদ্দিন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি ও সমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭১ জন,এইচএসসি ও সমানে জিপিএ-৫ প্রাপ্ত ২১ জন এবং ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর দরিদ্র শিক্ষার্থী ৮ জনকে এই সম্মাননা দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন